ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

Passenger Voice    |    ০৩:৪৫ পিএম, ২০২৪-০২-১৫


ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় ২৫৬ লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জামালপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন পিয়ারপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়। এর কিছুক্ষণ পর ময়মনসিংহের দিকে ট্রেনটি ছাড়লে লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় তিনটি বগি লাইনচ্যুত হয়।

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে।

জামালপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহামুদ বলেন, লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনে ট্রেন তুলার চেষ্টা চলছে।


প্যা/ভ/ম